ক্লাশ অফ ক্লান্সের কুফল যুব সমাজের মাঝে।Clash of clans। Clash of Clanse in Bangladesh
ক্লাশ অফ ক্লান্সের কুফলঃ
মোবাইল গেমিংয়ের কুফলঃ
Mobile game
ছেলেটির বাবার হার্ট অ্যাটাক (Ant MI) হয়েছে। বললাম অবস্থা খারাপ, এডমিশন লাগবে। মায়ের চোখে-মুখে অস্থিরতা। এদিকে ছেলে মোবাইলে ‘ক্ল্যাশ অব ক্ল্যান’ গেমস খেলেই যাচ্ছে।
বর্তমান প্রজন্মের কমনসেন্সের এই অবস্থা। ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে এরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। ভবিষ্যত অন্ধকার।কথাগুলো বলেছেন,,,ডাঃ বদরুজ ইমন
Mobile gaming app
সুতরাং সন্তানদেরকে আদর দিয়ে বাদর না বানিয়ে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলুন।সন্তানদের হাতে ইলেকট্রনিক্স ডিভাইস তুলে দেওয়ার আগে দুই বার ভাবুন,ডিভাইসের দ্বারা কতটা উপকার এবং অপকার সম্ভব সেটা সম্পর্কে সন্তানকে সন্তানকে অবগত করুন,নিজে সচেতন হোন।নাহলে সমাজ কলুষিত হবে আধুনিকতার নামে, বাদ রবে না আর কোন ঘর।
প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে বুঝতে পেরেছি প্রাতিষ্ঠানিক শিক্ষার মুল্য কতটুকু?আপনার সন্তানকে আধুনিকতার নামে বিভিন্ন মোবাইল গেমিং এ আসক্ত হওয়ার সুযোগ দিলে শুধু আপনার, আপনার পরিবারকে মাসুল দিতে হবে না,মাসুল দিতে হবে এই সমাজকেও।যেটা এই যুবসমাজের জন্য চরম হুমকি স্বরূপ।মোবাইল গেমিং আসক্তি থেকে আপনার সন্তানকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করুন।সুতরাং সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামুলক করে দিন।আপনি ইহকাল পরকাল শান্তির ছায়াতলে থাকতে পারবেন ইনশাআল্লাহ।
লেখকঃ এ.বি.এম. ওয়ায়েছ কুরনী
কোন মন্তব্য নেই