আমি জন্মেছি মা তোমার ছোট্ট কোলে সব শিখেছি তোমার থেকে আধো আধো বোলে। রাজরানি তুমি হলে রাজপুত্র আমি বুঝেছি মা এতদিনে, আমার কাছে তুমি কতো দামি! অ থেকে চন্দ্রবিন্দু খেলারছলে দিয়েছো আমায় শিক্ষা। সৎতাবিজের মন্ত্রদিয়ে দিয়েছো আমায় দীক্ষা। তুমি আমার অমুল্য ধন, তুমি আমার মা, করবো আমি বিশ্বজয় তুমি বলবে যা। মাগো রুপকথার গল্পের সাথে বাস্তবের পাইনা কোন মিল। বৃদ্ধাশ্রম ভাঙবো আমি, করবো খিল খিল। বলবে তুমি আমায় ডেকে, বৃদ্ধাহলে মায়ের মর্ম বুঝে না কেউ আর। ওরে আমার খোকা,করবে মায়ের কদর তোমার মতো জ্ঞান আছে যার। মাগো দুঃখ পেলে মমতার আচঁল দিয়ে অশ্রু মুছে দিও আমার। মাগো,আমার বুকে ভয় যে করে তুমি হারিয়ে যাবার। ইচ্ছাকরে রুপকথার গল্প শুনে তোমার বুকে লুকিয়ে পড়ি আবার। বিশ্বজয় করবো আমি যদিও শতবাধা আসে মাগো,মমতার আচঁল দিয়ে থাকো যদি পাশে।
কোন মন্তব্য নেই