আত্নহত্যা নিয়ে লেখা -এবিএম ওয়ায়েছ কুরনী। মানুষ আত্নহত্যা কেন করে?


আত্নহত্যা

লেখা: এ.বি.এম. ওয়ায়েছ কুরনী 


সমাজের সাথে বাড়ে যদি ব্যবধান

আত্নহত্যা নয় সে তো সত্য সমাধান। 

অবহেলায়  ভেঙেই  যায় যাক মন

তবুও পড়ে আছে তোমার আজিবন।


জানি,জীবনে অনেক কষ্ট পেলেও 

কখনো কাউকে কিছু যায় না তো বলা।

তিলে তিলে নিঃশেষে  হারিয়ে  গেলেও

কিছু স্মৃতি কখনোই যায় না তো ভোলা।


আত্নহত্যার পথই যদি বেঁছে নিবে

তবে তো তুমি চিরতরেই হেরে যাবে।

জীবনের এই যুদ্ধে জয়ী হতে হলে

মাটি দিতে হবে হতাশাকে  ছুড়ে ফেলে।


জীবনের  মানে কিন্তু  এতো ছোট নয়

এখনো তো বাকি আছে  শুভ পরিণয়।

চিরতরেই  তুমি যদি  কিছু হারালে

দশজনকে পাবে হাত শুধু  বাড়ালে।


জীবনটা নয় শুধু তোমার অধিকার 

অনেক বাকি আছে বাবা-মাকে দেবার।

নিজেকে নিয়ে করো না এত হেলা ফেলা

এখনো পড়ে আছে তোমার  সারাবেলা।


জীবনে আসে অনেক বিপদের ঝড়

ক্ষণিকে কিছু মানুষ হয় যায় পর।

তাদেরকে অযথাই  মনে রেখে  কেন!

তুমি হেরে পিছিয়ে পড়বে বার বার?


এসো সবে নিজেদের বিবেকটা  মাপি

অাত্নহত্যা করলে হইবে মহাপাপী।

পাপেরই অনলে পুড়বে জ্বলে জ্বলে

হবে নাকো শোধ পরজনমও গেলে।


দুঃশ্চিন্তা কম বেশি সবারই আছে 

তাই বলে কী যেতেই হবে পরপারে? 

তার চেয়ে ক্ষত নিয়ে  বেঁচে থাকা ভালো

জীবনের ছোট ছোট আশাগুলো জ্বালো।


তুমি চলেই গেলে ক্ষতি  হবে না কারো,

অযথা শুধু  কষ্টেই  বাপ-মাকে মারো?

মুছে দাও, শত ব্যাথা সব ভুলে যাও

মিছামিছি বেড়াজাল  ছিড়েখুঁড়ে  দাও।


এসো ব্যাথা ভুলে, সবে মিলে  করি পণ 

শক্ত করে বাঁধি নিজেদের  ভাঙা  মন।

থাকবে না আর কোন হারাবার ভয়

আত্নহত্যা মানুষের জীবনে তো নয়।


#আত্নহত্যা 

✍এ.বি.এম. ওয়ায়েছ কুরনী"(Abm Wayes Kurani)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.