বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্প। বঙ্গবন্ধুর ডাকে। বঙ্গবন্ধু ছোটগল্প। বঙ্গবন্ধুর গল্প।বঙ্গবন্ধু কে নিয়ে লেখা গল্প
বঙ্গবন্ধুর ডাকে
লেখকঃএবিএম ওয়ায়েছ কুরনী
আমার জীবনের অর্ধেক সময় যাকে ঘিরে, যাকে নিয়ে চিন্তায় কেটেছে।আজ আমার সেই প্রিয়জনের কাছে যাচ্ছি। যার কাছে থাকলে নিজের জীবনের সমস্ত দূঃখ,বেদনা ভূলে যেতাম।
বাসাটা পরিবর্তন করায় অনেকদিন পর আজ দেখা করতে যাচ্ছি। আমার ছেলে আবির আজ দেশের প্রথম সারির একজন কর্মকর্তা হিসাবে কর্মক্ষেত্রে যোগদান করলো।খবরটা আবিরের বাবাকে না দিলে, আমি কোনোমতেই শান্তি পাচ্ছি না।
এখনো যেন পিছনের দিনগুলো আমার চোখের সামনে জ্বলজ্বল করছে।আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের ছিল দ্বিতীয় বিবাহ বার্ষিকী আর আমার গর্ভে অনাগত পাঁচ মাসের সন্তান। হঠাৎ এলো মুক্তিযুদ্ধের ঘোষণা,দেশ আর দেশের মানুষকে মুক্ত করতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর ডাক।অফিসের পিয়ন চিঠি দিয়ে গেল। যা পড়ে বুঝতে পারলাম,আমার আবিরের বাবা অফিস থেকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর ডাকে দেশের সর্বশ্রেণীর মানুষ আজ একাত্বতা পোষণ করেছে। বঙ্গবন্ধুর আদর্শে এদেশের প্রতিটা মানুষ আজ বলিষ্ঠ ও বলিয়ান হয়ে জালিমদের রুখতে শিখেছে।আবিরের বাবার মতো এখন সব মানুষেরা এই দেশ আর দেশের মানুষের মুক্তি চায়।
অনেকে শুনে আমাকে নিষ্ঠুর বলতে পারে কিন্তু জানেন, সেদিন আমি এক ফোঁটাও কান্না করি নি।আবিরের বাবার জন্য আমার গর্ব হয়েছিল।সত্য বলতে একজন সাহসী বীরপুরুষকে আমি কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে পরাধীন মেনে নিয়ে নিজের জীবন বাঁচানোকে কখনোই মেনে নিতে পারতাম না।সেটা যেন
আবিরের বাবার ব্যাক্তিত্বের বড়ই অসম্মান হতো, অসম্মান করা হতো বঙ্গবন্ধুর মুক্তির ডাককে।তাছাড়া বঙ্গবন্ধুর ডাককে উপেক্ষা করার মতো দুঃসাহসিক কাজ শুধু আমি না,আমার মতো সমস্ত বাঙালির কখনো হবে না। আমি নিজেকে শক্ত রেখে একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী হিসাবে আবিরের বাবাকে সমর্থন করেছিলাম।
কবরটা আগাছায় ভরে উঠেছে, এক সময়ের সাহসী মুক্তিযোদ্ধা আজ নিরবে আগাছাগুলোকে বরণ করে নিয়েছে। আজ আবিরের বাবা চিরশান্তির নিদ্রায় ঘুমিয়ে আছে।তবে এই দেশ আর দেশের মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর ডাকে আবিরের বাবার মতো যে সমস্ত মুক্তিযোদ্ধারা নিজের বুকের তাজা রক্ত ঝরিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল, সকল মুক্তিযোদ্ধাদের জানাই বিনম্রশ্রদ্ধা।স্বামীহারা একজন বিধবা মা হিসাবে চাই আমাদের সন্তানেরা যেন তাদের অবদান ভুলে না যায়।
বঙ্গবন্ধুর গল্প
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্প
বঙ্গবন্ধুকে নিয়ে গল্প
বঙ্গবন্ধুর ছোটগল্প
বঙ্গবন্ধুর জন্য ছোটগল্প
বঙ্গবন্ধুর লেখা গল্প
এবিএম ওয়ায়েছ কুরনী
Abm wayes kurani
জনপ্রিয় ছোটগল্প
ছোটগল্প
বঙ্গবন্ধুর লেখা বই
কোন মন্তব্য নেই