বৃষ্টির ছোঁয়ায় কবিতা।বৃষ্টি কবিতা। এবিএম ওয়ায়েছ কুরনী। বৃষ্টি নিয়ে লেখা কবিতা
বৃষ্টির ছোঁয়ায়
লেখাঃএবিএম ওয়ায়েছ কুরনী
আজ বৃষ্টিময় দিনে মনের কোণে
সমস্ত অনুভুতি না হয় তোমাকে দিলাম।
নব প্রজাপতি হয়ে কল্পনা মনে
চুপি চুপি কিছুক্ষণ রয়ে গেলাম।
তোমার জন্য প্রতীক্ষায় দেখবে আমায়
দেখবো তোমায় সবুজ কলার পাতায়।
মায়াবী আলোয়,ভোরের ডানায়
বৃষ্টির প্রতিটা ফোঁটায় ফোঁটায়।
ভেজা শাড়ির পরম আলিঙ্গনে
আমি শুধু জড়িয়ে রাখবো তোমায়।
শত ব্যস্ততা দূরে ফেলে হায়
তুমি ডুবে যাবে আমায়।
দুজনে ভাসবো বৃষ্টির ভেলায়
ফুটন্ত কদম ফুলের মেলায়।
প্রশান্তির ছোঁয়া পাবো হায়
ভেজা নয়নে দেখবো তোমায়।
আয় বৃষ্টির নিষ্পাপ পানি
তোকে ছুঁয়ে দিতে জানি।
প্রিয়তম বুঝে যাক আজ
তাকে ভালোবাসি কতখানি।
ভালোবাসায় জড়িয়ে রাখবো বুকে
প্রিয়তম কিছুক্ষণ থাক না চরম সুখে।
গুনগুনিয়ে শোনাবো তোমায় হৃদয়ের গান
ভাঙবে জমানো শত আদরের অভিমান।
যত কাজ থাক না আজই
ভালোবাসার বহিঃপ্রকাশ করবো কীভাবে?
যদি তোমার সাথে বৃষ্টিতে মৃদু না ভিজি।
ভালোবাসি বলো আর নাহি বলো
বৃষ্টির তীক্ষ্ণ চাহনিতে ভিঁজবো চলো।
বৃষ্টির ছোঁয়াতে হয়েছি লাজুক লতা
বলবো সবই আজ যত না বলা কথা।
সমস্ত অনুভুতি না হয় তোমাকে দিলাম।
নব প্রজাপতি হয়ে কল্পনা মনে
চুপি চুপি কিছুক্ষণ রয়ে গেলাম।
তোমার জন্য প্রতীক্ষায় দেখবে আমায়
দেখবো তোমায় সবুজ কলার পাতায়।
মায়াবী আলোয়,ভোরের ডানায়
বৃষ্টির প্রতিটা ফোঁটায় ফোঁটায়।
ভেজা শাড়ির পরম আলিঙ্গনে
আমি শুধু জড়িয়ে রাখবো তোমায়।
শত ব্যস্ততা দূরে ফেলে হায়
তুমি ডুবে যাবে আমায়।
দুজনে ভাসবো বৃষ্টির ভেলায়
ফুটন্ত কদম ফুলের মেলায়।
প্রশান্তির ছোঁয়া পাবো হায়
ভেজা নয়নে দেখবো তোমায়।
আয় বৃষ্টির নিষ্পাপ পানি
তোকে ছুঁয়ে দিতে জানি।
প্রিয়তম বুঝে যাক আজ
তাকে ভালোবাসি কতখানি।
ভালোবাসায় জড়িয়ে রাখবো বুকে
প্রিয়তম কিছুক্ষণ থাক না চরম সুখে।
গুনগুনিয়ে শোনাবো তোমায় হৃদয়ের গান
ভাঙবে জমানো শত আদরের অভিমান।
যত কাজ থাক না আজই
ভালোবাসার বহিঃপ্রকাশ করবো কীভাবে?
যদি তোমার সাথে বৃষ্টিতে মৃদু না ভিজি।
ভালোবাসি বলো আর নাহি বলো
বৃষ্টির তীক্ষ্ণ চাহনিতে ভিঁজবো চলো।
বৃষ্টির ছোঁয়াতে হয়েছি লাজুক লতা
বলবো সবই আজ যত না বলা কথা।
বৃষ্টি নিয়ে কবিতা
বৃষ্টির কবিতা
বৃষ্টি কবিতা
বৃষ্টির দিনে কবিতা
#Abmwayeskurani
কোন মন্তব্য নেই