প্রতিবাদী কবিতা। জীবন্ত লাশ। Abm wayes kurani। বিদ্রোহী কবিতা।জনপ্রিয় কবিতা।

প্রতিবাদী কবিতা

জীবন্ত লাশ

লেখকঃএবিএম ওয়ায়েছ কুরনী


হোক অন্যায় হোক অত্যাচার

তবুও করবো না কোন প্রতিবাদ।

চলে চলুক সুদ,ঘুষের কারবার।


মিছে মিছে নিষেধ করে

নিজে দোষী হবো কেন বারবার।


আমি তো মুক্তমনা,শান্ত মানুষ।

নেই আমার কোন  অপবাদ,

তাহলে অকারনে কেন করবো প্রতিবাদ।


প্রতিদিন ধর্ষিত হয় অন্যের মা-বোন।

হয় হোক তাতে আমার কী?

নেই তো আমার কোন বোন।


যদি আমাকে বলে কেউ জীবন্ত লাশ

আইনের মারপ্যাচে দিবো তাকে 

শিক্ষামূলক এক বাঁশ।


আমি তো মুক্তমনা, শান্ত মানুষ।

নেই আমার কোন অপবাদ

তাহলে ধর্ষণের বিরুদ্ধে করবো কেন প্রতিবাদ?

তার চেয়ে বরং মজাই মজাই পত্রিকাতে দেখবো


দু-চার কলম লিখবো সহানুভূতির অজস্র বাণী।

দু-দিন পর মুছে যাবে যত সব গ্লানী।


প্রতিবেশী না খেয়ে অনাচারে মরে যায় যাক,

আমি তো বেশ আছি,ফুরফুরে নাচানাচি।

পেটভরে গেছে পারছি না আর খেতে

দিয়ো না আমায় আর থাক থাক।


আমি তো মুক্তমনা,শান্ত মানুষ।তাই না?

নেই আমার কোন অপবাদ

তাহলে অকারনে কেন করবো প্রতিবাদ?

যদি আমাকে বলে কেউ জীবন্ত লাশ।

আইনের মারপ্যাচে দিবো তাকে চরম এক বাঁশ।


বিঃদ্রঃ  আমাদের সমাজে বর্তমানে এমন কিছু  মানুষ আছে ।যারা অন্যের বিপদ,অসহায়ত্বকে  টেলিভিশনের নাটক বা সিনেমা মনে করে।যেখান থেকে তারা মনে করছে,অন্যের  ক্ষতি হচ্ছে তাতে আমার কী? অন্যেরা না খেয়ে আছে তাতে আমার কী?অন্যের মা-বোন ধর্ষিত হচ্ছে তাতে আমার কী? ভূলে যাবেন না মানুষে নয়, মাঝে মাঝে প্রতিশোধ প্রকৃতি ও নেয়। সুতরাং এখনও সময় আছে নিজেকে বদলান।মানুষের পাশে দাড়ান,সহযোগীতা করুন।ধর্ষনের বিরুদ্ধে সোচ্চার হোন,প্রতিবাদ করুন।দেশ বদলে যাবে,বদলে যাবে একে একে সমস্ত মানুষের মানুষিকতা। 


✍এ.বি.এম. ওয়ায়েছ কুরনী(Abm wayes kurani)


#abmwayeskurani

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.