বিদায় অনুষ্ঠানের কবিতা। Farewell kobita
School Farewell kobita
College farewell kobita
Farewell poem
বিদায় কবিতা
বিদায় অনুষ্ঠানের কবিতাঃ
যখনি পড়বে মনে
লেখকঃ এ.বি.এম. ওয়ায়েছ কুরনী
যখনি পড়বে মনে
তীব্রভাবে ক্ষণে ক্ষণে।
তবে,ফিরে এসো।
তবে ফিরে এসো সেই চিরচেনা চির আপন বিদ্যালয়ে।
যেটা ফেলে গেছো,বড় অবহেলায় আর অযত্নে।
বোঝনি তুমি শিক্ষক-শিক্ষিকাদের সেই মিষ্টি কদর।
পরশ দিয়েছে তবুও,নেওনি তুলে
নিঃশ্বার্থ ভালোবাসার অকৃত্রিম চাদর।
ইট-পাথরের ব্যস্ত শহরে, হয়তো মিশে যাবে তুমি।
হয়তো ভূলেই যাবে!
এই বিদ্যালয়ে বেড়ে ওঠা, অস্তিত্বের শিকড়সহ ভূমি।
যখনি পড়বে মনে
তীব্রভাবে ক্ষণে ক্ষণে।
তবে,ফিরে এসো
তবে ফিরে এসো সেই চিরচেনা চির আপন বিদ্যালয়ে।
হয়তো তুমি যাবে দামি পেশায়।
ডুবে যাবে টাকার নেশায়।
পাবে তুমি দামি গাড়ি, দামি বাড়ি আর বিভব
তবুও যদি পেয়ে থাকো সুখের অভাব।
তবে, ফিরে এসে।
তবে ফিরে এসো সেই চিরচেনা চির আপন বিদ্যালয়ে।
কোন মন্তব্য নেই