Rafat নামের অর্থ কি?। রাফাত নামের অর্থ কী? রাফাত নামের ব্যাখা।নামের অর্থ

 Rafat নামের অর্থ কি?। রাফাত নামের অর্থ কী।রাফাত নামের ব্যাখ্যা






রাফাত নামের শব্দটি একটি ইসলামিক নাম।রাফাত শব্দটি আরবি শব্দ হতে এসেছে। রাফাত শব্দের প্রকৃত অর্থ মহানুতা বা উদারতা।




রাফাত শব্দের অর্থ কি?



রাফাত শব্দের প্রকৃত অর্থ মহানুতা বা উদারতা। যেটা বিশ্লেষণ করলে দাড়ায় যে মানুষের বিবেকবোধ জাগ্রত,অন্যের বিপদে যার মন কাঁদে,অন্যের উপকার করে যিনি মনের ভেতর অন্য রকম প্রশান্তি লাভ করেন।যিনি মানুষের সাথে ব্যবহারের দিক থেকে উদারতার পরিচয় দিয়ে থাকেন।আশেপাশের মানুষেরা তাকে প্রকৃত মানুষ হিসাবে জানে।





রাফাত নাম কি ইসলামিক?


হ্যা,রাফাত নামটি অবশ্যই ইসলামিক নাম।রাফাত নামটি আরবি শব্দ থেকে এসেছে।যার অর্থ মহানুতা। 



শিশুর নাম কেমন নাম রাখতে হয়?


আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সন্তানের নাম ইসলামিক এবং সুন্দর অর্থপূর্ণ নাম রাখতে হবে।





রাফাত নাম কি হিন্দুদের?


জ্বি না, রাফাত নামটি হিন্দুদের নাম নয়।এটি একটি ইসলামিক নাম।



মুসলমান সন্তানের নাম কেমন রাখা উচিত?

মুসলমান সম্প্রদায়ের মানুষজনের সবারই উচিত তাদের সন্তান,আত্নীয়-স্বজনের নাম অবশ্যই ইসলামিক নাম রাখা।কিন্তু বর্তমানে দেখা যায় আমরা নাম নির্বাচনের ক্ষেত্রে খুবই উদাসীন। বুঝে না বুঝে আমরা আমাদের সন্তান,আত্নীয়-স্বজনের নাম উদ্ভটভাবে রাখছি।এটার প্রতিফলন বাচ্চাদের উপর পড়ে তবে এখন নয় যখন তারা বড় হবে, বুঝতে পারবে কোনটি সঠিক, কোনটি ভালো, কোনটি মন্দ ঠিক তখন।তখন  এমন হতে পারে আপনার দেওয়া নামটাকে আপনার সন্তান ঘৃণা করছে।আমি ব্যক্তিজীবনে  এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি।আমি এমন বেশকিছু স্টুডেন্ট পেয়েছি যারা তাদের নাম পরিবর্তন করতে চেয়েছে এবং নিজেদের বর্তমান নামের উপর প্রচন্ড আক্ষেপ প্রকাশ করে।তাই সর্বশেষে একটা কথাই বলবো আপনার রাখা নাম যেন কারো আক্ষেপের কারন হয় না।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.